Logo

বিনোদন

তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৫৪

তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

বর্তমান সময়ে টিভি নাটকের ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এ জুটি বেঁধেছেন তারা। ঈদে সিএমভি’র বিশেষ এই নাটক নির্মাণ করেছেন শিহাব শাহীন। চিত্রনাট্যও লিখেছেন তিনি। 

নাটকটির গল্প একটি অ্যারেঞ্জ ম্যারেজের পরবর্তী কিছু দিন, যেখানে নতুন দম্পতির মধ্যে প্রাথমিক সম্পর্কের জটিলতা ও তাদের একে অপরকে বুঝে চলার গল্প তুলে ধরা হয়েছে। পরিচালক শিহাব শাহীন জানিয়েছেন, নাটকটি একদিকে যেমন রোম্যান্টিক, তেমনি বাস্তবতারও সম্মিলন, যা দর্শকদের একটি ভিন্ন অনুভূতি দেবে।

নাটকের অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। বিশেষ এই নাটকটির সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন নাঈম ফুয়াদ। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অ্যারেঞ্জ ম্যারেজ তৌসিফ মাহবুব নাজনীন নাহার নিহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর