-67d82378a2ca9.jpg)
ছবি : সংগৃহীত
ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি ওমরাহ পালন করছেন। তবে এ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না। মডেল ও অভিনেত্রী রোজলিন খান ফের কটাক্ষ করেছেন হিনাকে। যদিও এবার সরাসরি তার নাম উল্লেখ করেননি তিনি।
এর আগেও হিনার ক্যানসার নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোজলিন। দাবি করেছিলেন, ক্যানসারের নামে ভুয়া প্রচার চালাচ্ছেন হিনা। এবারও সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ওর তো ক্যানসার শেষই হচ্ছে না, ৯ মাস ধরে শুধু এক খবর। কেউ ওকে পদ্মশ্রী দিয়ে দাও!’
হিনার ক্যানসার থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া এবং রমজানে ওমরাহ পালনের বিষয়টি নিয়েও রোজলিন সন্দেহ প্রকাশ করেন। এর আগেও তিনি অভিযোগ তুলেছিলেন, হিনা নাকি চিকিৎসকদের ঘুষ দিয়ে বিষয়টি গোপন করছেন। এ নিয়ে হুমকিও পেয়েছেন বলে দাবি করেছিলেন রোজলিন।
প্রসঙ্গত, গত বছর হিনা নিজেই জানান, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। এরপর থেকে নিজের চিকিৎসার বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। তবে রোজলিনের দাবি, তিনি শুধু ক্যানসারের নাম ভাঙিয়ে প্রচারের আলোয় থাকতে চান।
টিএ