
টলিউড ও বলিউডের পরিচিত মুখ জয়া আহসান এবার পেলেন ‘কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার। কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সেখানে এই পুরস্কার জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
প্রথমবার কলকাতায় আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানে তার হাতেই উঠল ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কারটি। নিজে সোশ্যাল মিডিয়ায় পুরস্কার পাওয়ার খবর শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ার পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
এই বিশেষ সন্ধ্যায় জয়া আহসান তার আলাদা স্টাইলের জন্য প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে তাকে দেখে উপস্থিত সবাই মুগ্ধ হন।
ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে এটি জয়ার প্রথম ‘গ্ল্যামার’ ক্যাটেগরির পুরস্কার নয়। এর আগে তিনি অভিনয়ের জন্য একাধিক ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। পুরস্কার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরা নির্বাচনের জন্য মনোনীত হন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
- এমজে