নেক্সাস টেলিভিশনে ‘কাট আনকাট শো’, ঈদে জমজমাট তারকা আড্ডা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৫০
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ২৩:১৮

ছবি : সংগৃহীত
এবারের ঈদ আনন্দকে আরও রঙিন করতে নেক্সাস টেলিভিশনের পর্দায় থাকছে বিশেষ আয়োজন ‘কাট আনকাট শো’। ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন সময়ের আলোচিত তারকাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শারমিন দীপ্তি এবং প্রযোজনায় আছেন মোহাম্মাদ হাছান।
কাট আনকাট শো প্রচার হবে ঈদের মোট দিন ৭দিন। চাঁদ রাত থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা যাবে এই অনুষ্ঠান। এ ছাড়া ঈদের ৭ম দিনও একই সময়ে পর্দায় থাকবে অনুষ্ঠানটি।
তারকাদের বিশেষ পর্বসমূহ—
চাঁদ রাত (সন্ধ্যা ৭:৩০টা) : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডিবি মো. রবিউল ইসলাম।
ঈদের দিন (সন্ধ্যা ৭:৩০টা) : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
২য় দিন (সন্ধ্যা ৭:৩০টা) : চিত্রনায়ক জয় চৌধুরী ।
৩য় দিন (সন্ধ্যা ৭:৩০টা) : সংগীতশিল্পী নোলক বাবু ।
৪র্থ দিন (সন্ধ্যা ৭:৩০টা) : চলচ্চিত্রাভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস।
৫ম দিন (সন্ধ্যা ৭:৩০টা) : প্রথমবার একসঙ্গে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান ও উপস্থাপক অহনা তাসনীম খান দম্পতি।
৭ম দিন (৬ এপ্রিল, সন্ধ্যা ৭:৩০টা ) : জনপ্রিয় ফুড ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর নুসরাত ইসলাম (জলটান বিডি)।
এটিআর/