Logo

বিনোদন

বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা জানালেন সাইফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৪৯

বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা জানালেন সাইফ

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের সম্পর্কের টানাপোড়েন বলিউডের সবার কাছে পরিচিত। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বিয়ে করেন সাইফ-অমৃতা। তবে তাদের বৈবাহিক জীবন সুখকর ছিল না। ১৩ বছর এক ছাদের নিচে থাকার পর ২০০৪ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

বিচ্ছেদের ৮ বছর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সাইফ-কারিনার দুই পুত্রসন্তান, তৈমুর ও জেহ্। নিজের চেয়ে বেশি বয়সি নারীদের প্রেমে পড়েছেন বলেই গুঞ্জন সাইফকে নিয়ে।

পতৌদি পরিবারের সন্তান হলেও সাইফ স্বতন্ত্রভাবে সে সময় অর্থনৈতিক দিক থেকে ততটা সাবলম্বী ছিলেন না বলেই অমৃতার সঙ্গে তার বিয়ে ভাঙে—এমনই শোনা যায়। যদিও করিনার সঙ্গে সুখেই সংসার করছেন অভিনেতা। তবে বিচ্ছেদ ও পরবর্তী বিয়ে নিয়ে সাইফ একটি পুরনো সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, বিচ্ছেদের সময় প্রায় পাঁচ কোটি টাকার চুক্তিতে অমৃতার সঙ্গে সম্পর্ক শেষ করতে হয়। এর মধ্যে সাইফ প্রথমে আড়াই কোটি টাকা অমৃতার হাতে তুলে দেন, পরে সারা ও ইব্রাহিম প্রতিষ্ঠিত হওয়া আগ পর্যন্ত প্রতি মাসে এক লাখ টাকা করে দেন।

সাইফ বলেন, বিবাহবিচ্ছেদ চালিয়ে যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয়। তাই এক সময় সম্পর্কের মধ্যে মানিয়ে নিতে হয়।

তিনি বলেন, সম্পর্কে থাকতে হলে সবকিছু বুঝে-শুনে করতে হবে। এক সময়ে এসে মানুষ আর সম্পর্কের মধ্যে থাকতে চায় না। তবে আপনি বারবার বিচ্ছেদ করতে পারবেন না।

সাইফের মতে, এই অভিজ্ঞতা তাকে শেখায় যে, সম্পর্কের ক্ষেত্রে আর্থিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণভাবে চলতে হয়।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর