Logo

বিনোদন

চাহাল-ধনশ্রীর বিচ্ছেদ, নেপথ্যে যে কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:১৩

চাহাল-ধনশ্রীর বিচ্ছেদ, নেপথ্যে যে কারণ

ভারতীয় ক্রিকেট তারকা চাহাল ও নৃত্যশিল্পী ধনশ্রী চার বছরের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়েছেন। সবশেষ গত ২০ মার্চ আইনি বিচ্ছেদও সম্পন্ন করেছেন তারা।

এর আগে, ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। শুরুর দুই বছর সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু ২০২৩ সাল থেকে তাদের সম্পর্কে অশান্তি শুরু হয়। ২০২৪ সালে সেটার মাত্রা আরও তীব্র হয়।  

মধুর সম্পর্কে হুটকরে কেন এত অশান্তি? কেনই বা বিচ্ছেদের পথে হাঁটতে হলো দুজনকে— ভক্তদের এমন উড়ো প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, চাহাল (হরিয়ানা) ও ধনশ্রী (মুম্বাই) দুজনেই ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। বিয়ের পর ধনশ্রী চাহালের হরিয়ানার বাড়িতে বসবাস শুরু করেন। তবে সেখানকার পরিবেশে তিনি মানিয়ে নিতে পারছিলেন না। ধনশ্রী মুম্বই ফিরে যেতে চাইলেও চাহাল তার শিকড়ের কাছাকাছি থাকতে চেয়েছিলেন, যে কারণে তাদের মধ্যে অশান্তি শুরু হয়।

এদিকে চাহাল-ধনশ্রী এখনো প্রকাশ্যে বিচ্ছেদের কারণ উল্লেখ করেননি, তবে তাদের মধ্যে পারিবারিক ও সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কের অবসানের মূল কারণ বলে দাবি সংবাদমাধ্যমের।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি প্রথমে বিবাহবিচ্ছেদের আবেদন জানান চাহল-ধনশ্রী। হিন্দু বিবাহ আইনের ১৩বি (২) ধারার অধীনে তাদের বিচ্ছেদ চাওয়ার পর ছ’মাস সময় দেওয়া হয়েছিল। তবে তার আগেই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়। বম্বে হাইকোর্ট চাহলকে ৪ কোটি ৭৫ লাখ রুপি খোরপোশ দিতে নির্দেশ দিয়েছে। জানা গেছে, চাহল ইতোমধ্যে ২ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার রুপি প্রদান করেছেন।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর