Logo

বিনোদন

ছোট পর্দার ঈদ আয়োজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৬:০৩

ছোট পর্দার ঈদ আয়োজন

বসন্তের উৎসবমুখর আবহে ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দায় করা হয়েছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে ঈদের পুরো সপ্তাহ জুড়ে বিনোদনের তালিকায় যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক, থ্রিলার ও পারিবারিক গল্পের সংমিশ্রণে তৈরি এই নাটকগুলোতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী উপস্থাপনা।

আলোচনায় যেসব নাটক 

ভুল সবই ভুল 
হাস্যরসাত্মক নাটক ‘ভুল সবই ভুল’ পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নব দাম্পত্য জীবনের নানা বিড়ম্বনার গল্প নিয়ে নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে রয়েছেন অপূর্ব ও সাবিলা নূর।

কোন এক বসন্ত বিকেল
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। স্নিগ্ধ সম্পর্কের গল্পে দারিদ্র্যের দুর্দশার নিরঙ্কুশ বার্তা থাকবে নাটকটিতে।

এক ধ্রুবতারা
দীপ্ত নেটওয়ার্কের ব্যানারে নির্মিত নাটকটিতে অপূর্ব ও ফারিণের জুটি দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসবে। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

মাকড়সা
সাসপেন্স ও থ্রিলার ঘরানার এই নাটকে সাবিলা নূর ও শ্যামল মাওলা প্রথমবারের মতো জুটি বাঁধছেন। রাগিব রাইহান পিয়ালের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

মেঘবালিকা
জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় অপূর্ব ও নাজনীন নাহার নিহাকে নিয়ে তৈরি ‘মেঘবালিকা’ নাটকটি ভালোবাসার এক ভিন্ন স্বাদ দেবে দর্শকদের।

অ্যারেঞ্জ ম্যারেজ
তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহাকে নিয়ে নির্মিত এই নাটকের পরিচালনায় রয়েছেন শিহাব শাহীন। বিবাহোত্তর দাম্পত্য জীবনের নানা জটিলতা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।

বাজি  
মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকটি অ্যাকশন, থ্রিলার এবং রোমান্সের মিশেলে তৈরি হয়েছে। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।

লাইজু
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। পরিচালনা করেছেন এ কে পরাগ।

শেষটা তুমি
মাহমুদ মাহিন পরিচালিত ‘শেষটা তুমি’ নাটকটি প্রেম, ক্রোধ ও সামাজিক বাস্তবতার গল্প তুলে ধরবে। মূল চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও মুশফিক ফারহান।

প্রিয় প্রিয়সিনী
প্রবাসী এক যুবকের বিয়ে ও সামাজিক সংকটের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটকগুলোর মধ্যে ‘মাকড়সা’, ‘বাজি’ এবং ‘লাইজু’ থ্রিলারপ্রেমীদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন আনবে। আর রোমান্টিক নাটকের মধ্যে রয়েছে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘মেঘবালিকা’ ও ‘এক ধ্রুবতারা’।

এই ঈদে ছোট পর্দার দর্শকদের জন্য বিনোদনের বৈচিত্র্যময় আয়োজয়ে রয়েছে রোমান্স, থ্রিলার, পারিবারিক গল্পের এক দারুণ মিশ্রণ। নাটকগুলো বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও ইউটিউব চ্যালেলে ‍প্রচারিত হবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর