Logo

বিনোদন

মস্কো চলচ্চিত্র উৎসবের মূল আসরে যাচ্ছে ‘মাস্তুল’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:২৮

মস্কো চলচ্চিত্র উৎসবের মূল আসরে যাচ্ছে ‘মাস্তুল’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্তুল’। আসন্ন ৪৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি। উৎসবটি শুরু হবে ১৭ এপ্রিল এবং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। আট দিনব্যাপী এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১১টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশের ‘মাস্তুল’ ছাড়াও, উৎসবে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, তুরস্কসহ অন্যান্য দেশের চলচ্চিত্রও প্রদর্শিত হবে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উৎসব কর্তৃপক্ষ মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবি ঘোষণা করেছে। পরে, উৎসবের বিস্তারিত তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

‘মাস্তুল’ মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, মস্কো চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইল মাধ্যমে নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে মূল প্রতিযোগিতা ও অন্যান্য বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এই আনন্দ সংবাদ সবার সঙ্গে ভাগাভাগি করতে ভালো লাগছে।

এছাড়া, ‘মাস্তুল’ দেশেও মুক্তির অনুমতি পেয়েছে। ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এটি সব বয়সী দর্শকের জন্য উপযুক্ত। সিনেমাটিতে জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়া, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল এবং শিশুশিল্পী আরিফ।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর