Logo

বিনোদন

প্রাক্তন স্বামী নাগাকে দশে দশ! সামান্থার মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৭

প্রাক্তন স্বামী নাগাকে দশে দশ! সামান্থার মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

বিবাহ বন্ধনে থাকাকালীন নাগা-সামন্থা

এক পুরোনো সাক্ষাৎকার ঘিরে ফের আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একাধিক বলিউড অভিনেতার সৌন্দর্য নিয়ে নিজের মতামত জানিয়েছেন এই নায়িকা।

সাক্ষাৎকারে সামান্থাকে হৃতিক রোশনকে কত নম্বর দেবেন—জানতে চাওয়া হলে চমকে দেওয়া উত্তর দেন তিনি। বলেন, হয়তো সবাই আমাকে এই কথার জন্য মারবেন, কিন্তু হৃতিকের লুক আমার একেবারেই পছন্দ নয়। আমি ওকে দশে ৭ দেব।

এরপরই তিনি বলেন, আমি নাগা চৈতন্যকে দশে দশ দেব। এই মন্তব্যে অনেকেই মনে করছেন, প্রাক্তন স্বামীর প্রতি হয়তো এখনও অনুভূতি রয়ে গেছে অভিনেত্রীর।

তালিকায় হৃতিকের পেছনে রয়েছেন আরও দুই তারকা। সামান্থা বলেন, রণবীর কাপুরকে আমি দশে ৮ দেব। আর শাহিদ কাপুরকে ‘কামিনে’ ছবির আগে দিলে ৪ দিতাম। কিন্তু ছবিটি দেখার পর আমি ওকে ৯ দেব।

এ ছাড়া অভিনেত্রী মহেশবাবুর কথা বলতেও ভোলেননি। তার ভাষায়, মহেশবাবুকে আমি চিন্তা না করেই দশে দশ দেব।

সামান্থার এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, প্রাক্তনের প্রতি এখনও টান আছে। কেউ বা আবার বলছেন, “এত হ্যান্ডসামদের মধ্যে হৃতিককে সাত? অসম্ভব!

তবে ট্রোল বা সমালোচনার তোয়াক্কা করছেন না সামান্থা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এর কাজ নিয়ে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর