নাগা-শোভিতার বিয়ের পরেই সাবেক স্ত্রী সামান্থার রহস্যময় পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দক্ষিণ ফিল্ম ইন্ড্রাস্টির জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে বিয়ের মাত্র চার বছর পরেই ২০২১ সালে তারা বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানেন।
সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাগা। আর এরপরেই দ্বিতীয়বারের মতো একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন সামান্থা।
যেখানে সামান্থা লিখেছেন, বছর শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের উথান-পতনের প্রতিফলন ঘটয়েছি। যা আমাদের যাত্রাকে নতুন রূপ দিয়েছে। চ্যালেঞ্জ থেকে শুরু করে, বিজয়, বৃদ্ধি ও আনন্দের মুহূর্ত। শেষ পর্যন্ত একটি উজ্জ্বল নক্ষত্রের মতো এটি তৈরি করেছেন।
এর আগেও নাগা-শোভিতার বিয়ের দিন হলিউড আইকন ভায়োলা ডেভিসের একটি ভিডিও শেয়ার করে সামান্থা লিখেন, #FighLikeAGirl. কাকতালীয়ভাবে সামান্থার এরূপ পোস্ট আর নাগার বিয়ের সময় মিলে যায়, যা দর্শকদের মধ্যে অনেক কৌতূহলের সৃষ্টি করে।
সামান্থার নতুন এ পোস্টে আবারও রহস্যে ভাসছেন ভক্তরা। কাকে নিয়ে সামান্থার এমন পোস্ট, তা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা।
প্রসঙ্গত, ২০২১ সালে বিচ্ছেদের পর সম্পূর্ণরূপে ভেঙে পড়েন সামান্থা। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও সামান্থা এখনো একাই রয়েছেন।
এমএন/ওএফ