Logo

বিনোদন

বিচ্ছেদ জল্পনার ইতি, একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬

বিচ্ছেদ জল্পনার ইতি, একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। 

নেটিজেনদের দীর্ঘ প্রতীক্ষা শেষে সেদিন তারা এক ফ্রেমে হাজির হন। মেয়ে আরাধ্যা বচ্চনের পারফর্ম্যান্স একসঙ্গে বসে উপভোগ করেন তারা।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বচ্চন দম্পতিকে আরাধ্যার ছবি তুলতেও দেখা যায়। অনুষ্ঠান শেষে আরাধ্যাকে নিয়ে এক গাড়িতেই বাড়ি ফিরতেও দেখা যায় তাদের।

এই মুহূর্তের অন্য আকর্ষণ ছিল ‘ওম শান্তি ওম’-এর গান ‘দিওয়ানগি দিওয়ানগি’-র তালে ঐশ্বর্যা ও অভিষেকের একসঙ্গে নাচ, যা ক্যামেরায় ধরা পড়ে।

প্রায় এক বছর ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে এই অনুষ্ঠান তাদের সম্পর্কের সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর