ছবি: সংগৃহীত
সুরের জাদুকরী মোনালি ঠাকুর এবার ভিন্ন কারণে শিরোনামে। বারাণসীর একটি স্টেজ শোতে অব্যবস্থাপনার কারণে হতাশ হয়ে মাঝপথে শো ছেড়ে চলে যান তিনি। আয়োজকদের ‘অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলেও অভিযোগ করেন মোনালি।
মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘শো-এর অব্যবস্থাপনার ফলে আমার এবং আমার দলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত থাকতে বললেও সবকিছু এলোমেলো হয়ে গেছে।’ শো বন্ধ করতে বাধ্য হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চান মোনালি। তিনি ভক্তদের প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে ভালো একটি অনুষ্ঠান উপহার দেওয়ার।
সেই সাথে ভক্তরা তার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন এবং আয়োজকদের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।
‘সাওয়ার লুঁ’, ‘মোহ মোহ কে ধাগে’, এবং ‘করলে প্যায়ার করলে’-র মতো অসংখ্য হিট গান বলিউডে উপহার দিয়েছেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এছাড়া পর্দায়ও তার উপস্থিতি সবসময় প্রশংসিত হয়েছে।
এফএটি