Logo
Logo

বিনোদন

কবির মন্তব্য ঘিরে বিতর্কে সোনাক্ষী ও জাহিরের বিয়ে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

কবির মন্তব্য ঘিরে বিতর্কে সোনাক্ষী ও জাহিরের বিয়ে

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের ভিনধর্মে বিয়ে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার আরও একটি কারণে আলোচনায় এই দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কবি কুমার বিশ্বাসের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওতে কুমার বিশ্বাস বলেন, ‘আপনাদের সন্তানদের রামায়ণ শোনান, গীতা পাঠ করান, না হলে এমন হতে পারে যে আপনার ঘরের শ্রী লক্ষ্মীকে অন্য কেউ কেড়ে নিয়েছে।’ অনেকে মনে করছেন, সোনাক্ষির মুসলিম স্বামী জাহির ইকবালের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেছেন। কারণ, সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা তার বাড়ির নাম রেখেছেন ‘রামায়ণ’।

এই মন্তব্য নিয়ে সমালোচনা করেন বলিউডের পরিচালক দারাব ফারুকি। টুইটারে তিনি লেখেন, ‘কুমার বিশ্বাসের মন্তব্যটি সোনাক্ষি ও তার পরিবারকে সরাসরি আঘাত করেছে। সোনাক্ষি এবং জাহির প্রাপ্তবয়স্ক, যারা আইন মেনে বিয়ে করেছেন। অথচ কুমার বিশ্বাসের এমন মন্তব্য খুবই অপমানজনক ও বিদ্বেষপূর্ণ।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষি ও জাহির। পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন করে আলোচিত এ দম্পতি। তবে কুমার বিশ্বাসের মন্তব্য এই বিয়েকে ঘিরে আবারও বিতর্ক তৈরি করেছে। 

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর