শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
ছবি: সংগৃহীত
শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে চলছে ব্যাপক গুঞ্জন। শুরুতে শোনা গিয়েছিল, কাহানি খ্যাত সুজয় ঘোষ সিনেমাটি পরিচালনা করবেন। তবে নতুন তথ্য অনুযায়ী ‘কিং’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, শাহরুখ ও সিদ্ধার্থ আবারও বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সিনেমাটির প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে ও অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক স্টান্ট ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে টিম। ২০২৫ সালের মার্চে সিনেমাটি ফ্লোরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ‘পাঠান’ এর বিশাল সাফল্যের পর আবারও সিদ্ধার্থ ও শাহরুখের জুটি দর্শকদের চমক দিতে আসছে।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ, সিদ্ধার্থ আনন্দ, সুরেশ নায়ার এবং সাগর পান্ড্য। সংলাপ লেখার দায়িত্বে রয়েছেন আব্বাস টায়ারওয়ালা। জানা গেছে ৬ থেকে ৭ মাস ব্যাপী সারা বিশ্বের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’।
এফএটি