অপু বিশ্বাসের ‘ছোট বোন’ পূজা চেরীর আইটেম গানে মুগ্ধ দর্শক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার ছোট বোন বলে সম্বোধন করেন পূজা চেরীকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র আইটেম গান ‘প্রেমের দোকানদার’-এ পূজার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ৩ মিনিট ৪৪ সেকেন্ডের এই গানে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা, তার নাচের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা।
অপু বিশ্বাস গানটি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে।’ উত্তরে পূজা মন্তব্য করেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে।’
‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ, যেখানে কনা ও আকাশ নিজেই কণ্ঠ দিয়েছেন। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যিনি পূজাকে ‘পোড়ামন ২’-এর মাধ্যমে ঢালিউডে নায়িকা হিসেবে পরিচিতি দেন।
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই। সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।
এফএটি