Logo
Logo

বিনোদন

আল্লু অর্জুনের কাছে ২৭ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩

আল্লু অর্জুনের কাছে ২৭ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বিতর্কে জড়িয়েছেন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়।

সেখানে পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় এবং তার নাবালক পুত্র গুরুতর আহত হন, যিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর আল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তবে তেলেঙ্গানা হাইকোর্ট সেইদিনই তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

এদিকে, তেলেঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি দাবি করেছেন, আল্লু অর্জুনকে ক্ষতিপূরণ হিসেবে মৃত মহিলার পরিবারকে ২৭ কোটি টাকা করে প্রদান করা উচিত। তার মতে, সিনেমার বক্স অফিস থেকে অর্জিত আয় থেকে এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। মন্ত্রী অভিযোগ করেন, পুলিশি সতর্কতা থাকা সত্ত্বেও আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে গিয়েছিলেন, যা জনসমাগম বাড়িয়ে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।

তিনি আরও বলেন, ‘আল্লু অর্জুন গর্ব করে বলছেন যে ছবির আয় ২০০০-৩০০০ কোটি টাকা, তাহলে মৃতের পরিবারকে ২৭ কোটি টাকা দেওয়া ওঁর পক্ষে অসম্ভব নয়।’

এফএটি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর