ছবি: সংগৃহীত
পরিবারের সাথে বড়দিনের উৎসব উদ্যাপনের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর এ উৎসবকে সামনে রেখেই স্বামী সাইফ আলী খান ও দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
নিজ ইনস্টাগ্রামে ছুটির সময়কার কিছু বিশেষ মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করে উৎসবের আনন্দ ভাগ করে নিতেও দেখা যায় কারিনাকে।
পোস্টে একটি ছবিতে দেখা যায়, সাইফ আলী খানের একটি ছবিতে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন কারিনা। আরেকটি ছবিতে তৈমুরকে বড় ক্রিসমাস ট্রির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। এই মুহূর্তের ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘মেরা বেটা ’।
কারিনার শেয়ার করা এসব ছবিই বলে দেয় কাপুর ও খান পরিবার বড়দিনের প্রস্তুতি ও উৎসবের আনন্দে মেতে উঠেছে।
এফএটি