Logo
Logo

বিনোদন

সমালোচনার জবাব দিয়ে আজ আবারও মঞ্চে জেফার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫

সমালোচনার জবাব দিয়ে আজ আবারও মঞ্চে জেফার

ছবি: সংগৃহীত

‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশনের পো থেকেই সমালোচনার মুখে পড়েছেন গায়িকা জেফার রহমান। অনেকেই অভিযোগ তুলেছেন, কনসার্টে গানের চেয়ে নাকি নাচেই বেশি মনোযোগী ছিলেন তিনি।

এমনকি কনসার্টের ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর জেফারের শাড়ি পরা নিয়েও অনেকে মন্তব্য করেছেন, কেউ কেউ আবার তাকে ‘অটো-টিউন শিল্পী’ বলেও কটাক্ষ করেছেন।

এবারে সমালোচনার জবাব দিয়ে নিজ ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে জেফার বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল।’

জেফার আরও জানান, কনসার্টটি তার জীবনে সবচেয়ে বড় কনসার্ট ছিল, ভবিষ্যতে আরও কনসার্টে গান ও নাচের প্রতিশ্রুতিও দেন জেফার। 

এদিকে সকল সমালোচনা ঝেড়ে ফেলে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে পারফর্ম করছেন জেফার। সে অনুষ্ঠানে আরও রয়েছেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, মুজা, সঞ্জয় ও হান্নান, এবং প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর