Logo
Logo

বিনোদন

বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০২

বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান

ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান কবে বিয়ে করছেন? ভক্তদের কাছে এমন প্রশ্নের সম্মুখীন হরহামেশাই হতে হয় সালমানকে। কেননা বেশ কয়েকবার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গেলেও বিয়ের পিঁড়িতে বসতে নারাজ বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। 

তবে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখনো বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। সেই সাথে অন্য এক কথা জানিয়েছেন সালমান। যা তার ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে।

তিনি জানান, বিয়ে না করলেও শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। সেই সাথে বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে বর্তমানে সারোগেসি বা দত্তক নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ভাইজান।

সালমান আরও জানান, বোন অর্পিতা খানের সন্তানকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং তার সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন।

বর্তমানে সালমান খান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে। পাশাপাশি ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনার দায়িত্বেও রয়েছেন তিনি। 

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর