ছবি: সংগৃহীত
দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ এবার নতুন নাটকে অভিনয় করেছেন। তিনি সাধারণত মডেলিং এবং স্টেজ পারফর্ম্যান্সে সক্রিয় থাকলেও অভিনয়ে তাকে তেমন দেখা যায় না। তবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরকজয়ন্তী উপলক্ষ্যে নির্মিত নাটক ‘সোনার সিন্দুক’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নাটকটি প্রচারিত হবে আগামী ২৫ ডিসেম্বর, বুধবার রাত ৯টা ৫ মিনিটে। আলী ইমরানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনোয়ার হোসেন বুলু, এবং প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
‘সোনার সিন্দুক’ নাটকের গল্প আবর্তিত হয়েছে অলংকারপুরের একটি পুরোনো জমিদার বাড়ির চারপাশে, যার পূর্বের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ এখন আর সেখানে থাকে না, কিন্তু লাঠিয়াল হাশেম সর্দার বাড়িটি পাহারা দেয়। জমিদার রাজা চৌধুরীর উইলের শর্ত অনুযায়ী, জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের সৎ ও চরিত্রবান সন্তানরা।
রাজা চৌধুরীর নাতি সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে জমিদার বাড়িতে থাকতে চায়। সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। নাটকের গল্প এগিয়ে যাবে সোহেল চৌধুরীর সংগ্রাম ও গ্রামে তার গ্রহণযোগ্যতার মাধ্যমে।
নাটকটিতে সাদিয়া ইসলাম মৌ ছাড়াও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, তাবাসসুম মিথিলা এবং আরও অনেকে।
এফএটি