Logo
Logo

বিনোদন

বিয়ের আগে দেখে নিন মালাইকার বিশেষ পরামর্শ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

বিয়ের আগে দেখে নিন মালাইকার বিশেষ পরামর্শ

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার নিজ সম্পর্কের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া নতুন দম্পতিদের। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনে বর্তমানে সিঙ্গেল থাকা মালাইকা বিয়ের আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত সে বিষয়ে জানিয়েছেন ভক্তদের। 

মালাইকা বিশ্বাস করেন, স্বামী-স্ত্রীর আলাদা সঞ্চয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। বিশেষ করে নারীদের জন্য বিয়ের পরেও নিজের পরিচয় ধরে রাখা জরুরি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিবাহিত জীবনেও ব্যক্তিগত পরিচয় অক্ষত রাখা ও আর্থিক স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন।

মালাইকা জোর দিয়ে বলেন, নিজের একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক, এমনকি সঙ্গীর পদবি গ্রহণ করলেও।

মালাইকা বর্তমানে ছেলে আরহান খানের সঙ্গে নতুন ব্যবসায়িক উদ্যোগে মনোনিবেশ করেছেন। ৩ ডিসেম্বর থেকে চালু হয়েছে তাদের নতুন রেস্তোরাঁ ‘স্কারলেট হাউস’।

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর