Logo
Logo

বিনোদন

গ্লেনরিচ উত্তরা রকফেস্টে শ্রোতাদের উচ্ছ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩

গ্লেনরিচ উত্তরা রকফেস্টে শ্রোতাদের উচ্ছ্বাস

রকপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল গ্লেনরিচ উত্তরা রকফেস্টের চতুর্থ আয়োজন। সম্প্রতি গ্লেনরিচ উত্তরার সিনিয়র ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসবে স্কুল ব্যান্ড থেকে শুরু করে প্রখ্যাত ব্যান্ড আর্টসেল ও অ্যাভয়েডরাফারের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা।

২০১৯, ২০২০ ও ২০২৩ সালের তিনটি সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারও উৎসবটি সবার মন জয় করে। 

গ্লেনরিচ উত্তরা রকফেস্ট টাচডাউনের এই আয়োজনে অংশ নেয় গ্লেনরিচ উত্তরার ব্যান্ড ‘ইগনাইট’, স্কলাস্টিকা উত্তরার ‘ভূত বাক্স’, চিটাগাং গ্রামার স্কুলের ‘এক্সটেসি’ এবং আগা খান একাডেমির ‘মনোক্রোম’। তবে এ বছরের প্রধান আকর্ষণ ছিল আর্টসেল ও অ্যাভয়েডরাফারের চোখধাঁধানো পরিবেশনা, যা দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

উৎসবটি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা ও সাতারকুল ক্যাম্পাসের শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের জন্য উন্মুক্ত ছিল। একই সঙ্গে, অন্যান্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রিম টিকেট কেটে বা আয়োজনস্থলে সরাসরি টিকেট কিনে এ রকফেস্টে অংশ নেওয়ার সুযোগ পান।

গ্লেনরিচ উত্তরা রকফেস্টের চতুর্থ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা জানান, তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর