২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনা দিয়ে মিডিয়ায় পা রাখেন প্রিয়াঙ্কা জামান। এরপর বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী চৌধুরীসহ ঢালিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। যদিও বেশ কিছু কারণে তার ক্যারিয়ারের গতি কিছুটা মন্দা পড়েছিল, তবে এখনো নাটক, বিজ্ঞাপন এবং উপস্থাপনায় নিজেকে সমানতালে নিয়োজিত রেখেছেন। এছাড়া ফ্যাশন ডিজাইনিং এবং মিউজিক ভিডিওতেও মডেলিং করেছেন তিনি।
ব্যক্তিজীবন নিয়ে প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও ধর্ম নিয়ে বেশ আলোচিত হয়েছেন। মিডিয়াতে প্রায়ই তার ধর্মীয় দায়িত্ব নিয়ে কথা বলেন তিনি। এমনকি কিছু দিন আগে খবর চাউর হয়েছিল, প্রিয়াঙ্কা একসময় মাদরাসার ছাত্রী ছিলেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকারে তার সর্বশেষ ইচ্ছা সম্পর্কে জানা গেছে। তিনি জানান, তার সর্বশেষ ইচ্ছা হলো হাফেজি পড়া শেষ করা। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ছোট থেকে যখন যেটা চেয়েছি আল্লাহর কাছে নিয়ত করে, প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম, সেটাও হয়েছি ২০২০ সালে। তারপর এখন আমার সর্বশেষ ইচ্ছা, মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করব, ইনশাআল্লাহ।’
এছাড়া অভিনেত্রী আরও জানান,শোবিজে কাজ করলেও জীবনসঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান তিনি। এমনকি তার মতে, যদি একজন ধার্মিক সঙ্গী পান, তবে তিনি শোবিজ ছেড়ে দিতে প্রস্তুত।
এটিআর/