Logo
Logo

বিনোদন

আল্লুকে থানায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ, নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬

আল্লুকে থানায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ, নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

থানায় আল্লু অর্জুনকে ডেকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় অভিনেতার নিরাপত্তারক্ষীকে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২- দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে উপচে পড়া ভিড় ছিল। সেখানে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার নাবালক পুত্র। এই ঘটনার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে অল্লুর নিরাপত্তারক্ষীকে।

অভিনেতার এই নিরাপত্তারক্ষী অ্যান্থনি নাকি অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এমনকি ওই দিন প্রেক্ষাগৃহের বাইরে অভিনেতার বেশ কিছু ভক্তকে ধাক্কাও দেন বলে অভিযোগ উঠেছে। 

মনে করা হচ্ছে, খুব শীঘ্রই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তেলঙ্গানা পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে পারে।

এদিন অভিনেতার সঙ্গে থানায় হাজির ছিলেন আল্লুর বাবা ও শ্বশুর। এর আগে অভিনেতা দাবি করেছিলেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোনো নির্দেশ তার কাছে ছিল না। যদিও পুলিশের বলছে অভিনেতার এই দাবি মিথ্যা।

টিএ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর