Logo
Logo

বিনোদন

বলিউডের তিন খানের বয়স ষাটের ঘরে, রাজত্ব আর কত দিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

বলিউডের তিন খানের বয়স ষাটের ঘরে, রাজত্ব আর কত দিন

ছবি : সংগৃহীত

শাহরুখ খান, সালমান খান এবং আমির খান-বলিউডের এই তিন কিংবদন্তির বয়স ৬০ বছরে পৌঁছানোর পথে। ২৫ সালে এই তিন স্টারের বয়স ৬০ পূর্ণ হবে, কিন্তু তাদের রাজত্বের ভবিষ্যৎ কি হবে? এই বিষয়ে বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করছেন।

বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ মনে করেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র। নব্বই দশকের সুপারস্টাররা আজও প্রাসঙ্গিক এবং সময়ের সঙ্গে তারা নিজেকে পরিবর্তন করে নিয়ে চলছেন।’

সালমান খানের সিনেমার ক্ষেত্রে তিনি বলেন, ‘সালমান এখন এক ভিন্ন অবস্থানে রয়েছেন। তবে তার সিনেমায় এখনও ভরপুর উপাদান রয়েছে।’

অন্যদিকে, বাণিজ্য বিশ্লেষক অতুল মোহন উল্লেখ করেছেন, ‘এখন ৫০ বা ৫৫ বছর বয়সী অভিনেতারা নানা  চরিত্রের ভূমিকা নিতে পারেন। তবে শাহরুখ খানের সিনেমাগুলো এখনো খুব ভালো করছে। সালমানের সিনেমাও এক সময়ে দুর্বল হলেও কোটি কোটি রুপি আয় করে। দর্শক যতদিন তাদের সিনেমায় আগ্রহী থাকবে, ততদিন তাদের গ্রহণযোগ্যতা থাকবে।’

রজনিকান্তের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘সত্তরের কাছাকাছি বয়সেও তিনি এখনও বড় আয় করছেন। এবং কমল হাসান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট দিয়েছেন 'বিক্রম' (২০২২)।

তবে, পরিবেশক রাজ বানসাল এই বিষয়ে একমত নন। তিনি জানান, ‘তাদের স্টারডম প্রভাবিত হবে, তবে রণবীর কাপুর ছাড়া কেউ এত শক্তিশালীভাবে উঠতে পারেনি যে তাদের রাজত্বকে চ্যালেঞ্জ করতে পারে।’

এদিকে, শাহরুখ খান ২০২৫ সালে ৬০ বছরে পৌঁছালেও তার কোনো সিনেমা মুক্তি পাবে না। তার পরবর্তী সিনেমা ‘কিং’ ২০২৬ সালের মার্চে মুক্তির কথা রয়েছে, যেখানে তার সাথে অভিনয় করবেন অভিষেক বচ্চন, অভয় ভার্মা এবং তার মেয়ে সুহানা খান।

এছাড়াও,  ঈদে সালমান খানের নতুন সিনেমা 'সিকান্দার' এবং আমির খানের 'সিতারে জমিন পার' ২০২৫ সালের প্রথমার্ধে মুক্তির পেতে পারে।

তবে, বাণিজ্য বিশ্লেষকদের মতে এ বয়সেও এই তিন খানের রাজত্ব সংকুচিত হবেনা বরং দর্শকদের কাছে তারা এখনও  জনপ্রিয়।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর