Logo

বিনোদন

হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের  রূপালী পর্দার নবাব খ্যাত প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। গত ২২ ডিসেম্বর থেকে কিছু শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করি। তখন শরীরে অক্সিজেন পাচ্ছিল না। পরে আইসিইউতে নেওয়া হয় এবং পরে কেবিনে নেওয়া হয়েছিল। বর্তমানে আবার তাকে এইচডিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’

অভিনেতার বড় ছেলে মিথুন মিত্র জানান, ‘বাবার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে ও বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। প্লাটিলেটও কমে গেছে। চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে অবস্থা তেমন ভালো নয়।’

প্রবীর মিত্র ১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। যা ১৯৭১ সালে মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

এফএটি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন প্রবীর মিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর