Logo

বিনোদন

আজ সমাধিস্থ হবেন প্রবীর মিত্র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬

আজ সমাধিস্থ হবেন প্রবীর মিত্র

দুই দফা জানাজা শেষে সোমবার (৬ জানুয়ারি) দাফন করা হবে খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রকে। এর মধ্যে প্রথম দফায় জানাজা হবে জোহরের নামাজের পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)।

অভিনেতার পুত্রবধূ সো‌নিয়া ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, এরপর দ্বিতীয় দফার জানাজার জন্য অভিনেতার মরদেহ নেওয়া হবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে প্রবীর মিত্রকে ঢাকার আজিমপুর কবরস্থানে সমাধিস্থ করা হবে বলে। 

এর আগে রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান। ৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশকিছু শারীরিক জটিলতা নিয়ে প্রায় ১৩ দিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 

ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রবীর মিত্র জানাজা দাফন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর