Logo
Logo

বিনোদন

রোজা নয়, টাকা নিয়েছিলেন প্রাক্তন! স্ক্রিনশট ভাইরাল

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

নতুন বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পারিবারিক পরিবেশে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। এরপর থেকেই আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়ের পর রোজার অতীত নিয়েও নানা বিতর্ক উঠেছে। যা এখনো চলমান। 

তাহসান-রোজার বিয়ের পরেই সামাজিক মাধ্যমে রোজার প্রাক্তন প্রেমিক হিসেবে আত্মপ্রকাশ করেন ফায়েজ বেলাল। তোলেন একের পর এক অভিযোগ।

রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল অভিযোগ করেছেন, ২০১৬ সাল থেকে তার এবং রোজার সম্পর্ক ছিল। তবে তিন মাস আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। এর পেছনে তাহসানের ভূমিকা ছিল বলে দাবি করেন ফায়েজ। তিনি আরও জানান, রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন এবং তাকে প্রতারণা করেছেন।

এ ধরনের সমালোচনা নিয়ে তাহসান বা তার স্ত্রী রোজা কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবারে রোজার ছোট ভাই উৎস আহমেদ ফায়েজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

উৎস একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ফায়েজ স্বীকার করেছেন যে, রোজার কাছ থেকে তিনি অর্থ নিয়েছিলেন এবং সেই অর্থ ধীরে ধীরে ফেরত দিয়েছেন। উৎস দাবি করেন যে, ফায়েজ মিথ্যা কথা বলে তার বোনের সম্মান নষ্ট করার চেষ্টা করছেন।


তিনি আরও জানান, ফায়েজের কথায় সত্যতা নেই বলেই এসব মিথ্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় রোজা ও তার পরিবার খুবই আহত হয়েছেন বলেও জানান উৎস।

এফএটি/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর