মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম ময়লা, ভাঙা বা পোকাযুক্ত চাল খুঁজছেন। চালের দাম প্রতি কেজি ৩০ টাকার নিচে থাকতে হবে। এই চাল তিনি পথ কুকুরদের খাওয়ানোর জন্য কিনতে চান।
শুক্রবার (১৯ জানুয়ারি) নায়লা তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান। রাজধানীর বাংলামোটর এলাকায় এমন চাল পাওয়া গেলে তিনি জানাতে বলেছেন।
নায়লার এই উদ্যোগ সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই তার প্রাণিপ্রেমের প্রশংসা করছেন। অনেকে চাল সংগ্রহে সাহায্যের ইচ্ছাও প্রকাশ করেছেন।
নায়লা নাঈম ১৯৮৬ সালের ১৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডেন্টিস্ট হিসেবে শিক্ষা সম্পন্ন করেছেন। ২০১৩ সালের শেষ দিকে ফেসবুকে বোল্ড ছবি পোস্ট করে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি মডেলিং, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছেন।
এইচকে/ওএফ