Logo

বিনোদন

নামাজ নিয়ে সাওদা জারিয়ার মুগ্ধকর নাশিদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৫

নামাজ নিয়ে সাওদা জারিয়ার মুগ্ধকর নাশিদ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নামাজ নিয়ে শিশুশিল্পী সাওদা জারিয়ার মুগ্ধকর একটি নাশিদ প্রকাশিত হয়েছে।

শনিবার ‘সাওদা অফিসিয়াল’ নামে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নাশিদটি প্রকাশিত হয়।

নাশিদটির কথা লিখেছেন নুর জামাল মিয়া, সুর করেছেন নুরুদ্দীন চৌধুরী শহিদ এবং সাউন্ড ডিজাইন ও ভিডিও ডিরেকশনে ছিলেন আবু হানিফ সাদী।

‘ফজর যখন হবে মাগো’ শিরোনামের নাশিদটি নিয়ে সাওদা বেশ আশাবাদী। তিনি সকলের কাছে এর সফলতার জন্য দোয়া চেয়েছেন।


বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর