Logo

বিনোদন

নাতি যেন বড় আলেম হয়, দোয়া চাইলেন মিশা

আবু তালহা রায়হান

আবু তালহা রায়হান

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫০

নাতি যেন বড় আলেম হয়, দোয়া চাইলেন মিশা

ছবি : সংগৃহীত

মহাগ্রন্থ আল কুরআনে রব্বুল আলামিন আলেমদের বিশেষ মর্যাদা দান করেছেন। তিনি বলেছেন,‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের  মর্যাদায় উন্নত করবেন’ (সুরা মুজাদালা : ১১)। 

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘হে নবি, আপনি বলুন, যারা জানে (অর্থাৎ আলেম) আর যারা জানে না (অর্থাৎ আলেম নয়), উভয় কি সমান হতে পারে? (কখনোই না)। কিন্তু উপদেশ গ্রহণ তো কেবল বোধসম্পন্ন লোকেরাই করে’ (সুরা জুমার : ৮)।

সৎসাহসী আলেম দেশ ও জাতির সম্পদ। শুদ্ধিসমাজ নির্মাণে একজন আলেমের যে ভূমিকা, গোটা একটা জাতি মিলেও তা পূরণ করা সম্ভব নয়।

নবিজি (সা.) বলেছেন ,‘দ্বীনের ইলমের অধিকারী (আলেম) ব্যক্তির জন্য সব কিছুই ক্ষমা প্রার্থনা করে। এমনকি সমুদ্রের মাছও।’ তাই প্রত্যেক মুসলিমই চান তার ঘরের সন্তান যেন আলেম হয়। মানুষের জন্য কল্যাণকর হয়। এবার সেই মনোবাঞ্চা প্রকাশ করলেন জনপ্রিয় চলচিত্র অভিনেতা মিশা সওদাগরও। 

শুক্রবার (১৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তার নাতির জন্য ভালো আলেম হওয়ার প্রার্থনা জানিয়েছেন তিনি।

মিশা লিখেন, ‘কায়দা,আমপারা শেষ করে আমার নাতিভাই (রাফসান) আজ পবিত্র গ্রন্থ কুরআন শরিফ নিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। যেন খুব ভালো মানুষ হয়। ভালো আলেম হয়।’

অভিনেতার ওই পোস্টের মন্তব্যঘরে বেশ ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্তরা। রিফাত হোসাইন নামের একজন লিখেছেন, ‘ মাশাআল্লাহ। খুব সুন্দর লাগছে। মিশা সওদাগর ভাইকে কুরআনের পাখিদের সঙ্গে ভালোই লাগছে।’

হাবিব সওদাগর নামের একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহতায়ালা কুরআনের হাফেজ হিসেবে কবুল করুক। যাতে করে মিসা সওদাগর ভাইকে নিয়ে সে জান্নাতে যেতে পারে।’

অন্য আরেকজন লিখেছেন, ‘আল্লাহতায়ালা আপনার নাতিভাইকে হিদায়াত দান করুন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। সে যেন ভালো মানুষ হয়, আলেম হয় এবং আল্লাহর কাছ থেকে অনেক বরকত পায়। আমিন।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর