ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের পর আপাতত তিনি শঙ্কামুক্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পর সাইফ এখন বিপদমুক্ত অবস্থায় আছেন। তবে, এই ঘটনায় মুম্বাই পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ওই ব্যক্তিকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফের বাড়িতে ঢোকার পর ওই ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে গৃহকর্মীকে হুমকি দেয় এবং ১ কোটি টাকা দাবি করে।
এই ঘটনার পর স্বামী সাইফের ওপর হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন বলিউড অভিনেত্রী করিনা কাপূর।
সোশাল মিডিয়ায় তিনি ভক্তদের কাছে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন।
করিনা কাপূর বলেন, ‘আপনাদের অতিরিক্ত আবেগ আমার পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দয়া করে আপনারা অস্থির হবেন না।’
করিনা বলেন, সাইফের ওপর হামলার ঘটনার পর থেকে তিনি দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সারাদিন তিনি হাসপাতালে ছিলেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রাতে করিনা সোশাল মিডিয়ায় আরও লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও ঘটনার রহস্য বোঝার চেষ্টা করছি। সংবাদমাধ্যম ও ভক্তদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর ও গুজব ছড়াবেন না।’
এমআই