Logo

বিনোদন

সাইফ আলিকে ছুরিকাঘাত, আটক আরও ১

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫

সাইফ আলিকে ছুরিকাঘাত, আটক আরও ১

অভিনেতা সাইফ আলি খান

বলিউডের খ্যাতিমান অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভারতের  ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সকালে মধ্যপ্রদেশ থেকে মুম্বাই পুলিশ একজনকে আটক করে। 

তদন্তকারীদের ধারণা, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফের বিলাসবহুল আবাসনে হামলার সঙ্গে এরা সরাসরি জড়িত।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর দেশের সব রেলস্টেশনে সতর্কতা জারি করা হয় এবং সন্দেহভাজনদের ছবি ছড়িয়ে দেওয়া হয়। এরই ভিত্তিতে রেলপুলিশ মধ্যপ্রদেশের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আকাশ নামে এক যুবককে আটক করে।

তবে, এর আগে শুক্রবার বান্দ্রা স্টেশন থেকে আটক করা এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। জানা যায়, তিনি সইফের আবাসনে আসবাবপত্রের কাজ করছিলেন এবং তার সঙ্গে সিসিটিভি ফুটেজে থাকা হামলাকারীর কোনো সাদৃশ্য নেই।

তদন্তে আরও জানা যায়, হামলাকারীরা সংঘবদ্ধ কোনো অপরাধী চক্রের সদস্য নন। তারা চুরির উদ্দেশেই সাইফের বাড়িতে প্রবেশ করে।

যদিও এই ঘটনার মূল উদ্দেশ্য এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে পুলিশের মতে এটি একটি বিচ্ছিন্ন চুরির প্রচেষ্টা। তদন্তকারী দল ঘটনার মূল রহস্য উদঘাটনে নিরলস কাজ করে যাচ্ছে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর