Logo

সারাদেশ

ভালোবাসা দিবসে আসছে জনির ‘রসওয়ালী’

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

ভালোবাসা দিবসে আসছে জনির ‘রসওয়ালী’

ছবি : বাংলাদেশের খবর

ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নধর্মী এক প্রেমগল্প নিয়ে দর্শকদের সামনে আসছে নতুন নাটক ‘রসওয়ালী’। তরুণ নির্মাতা জহুরুল ইসলাম জনির রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি শেরপুরের মনোমুগ্ধকর গ্রামীণ অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

নাটকটির গল্পে একদিকে যেমন প্রেম, তেমনি অন্যদিকে দুষ্টু-মিষ্টি সম্পর্কের নানা দিক রয়েছে। 


নির্মাতা জনি জানিয়েছেন, এই নাটকটি সাধারণ প্রেমের গল্পের চেয়ে একটু ভিন্ন ধরনের অভিব্যক্তি তুলে ধরবে। তার ভাষায়, ‘গল্পটা একটু নতুনভাবে ভাবার চেষ্টা করেছি। দর্শকরা যেমন হাসবে, তেমনই কিছুটা কাঁদতেও পারেন। আশা করছি, নাটকটি তাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেবে।’

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভ খান ও ওয়ারিশা গুণগুণ, যাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলেই মনে করছেন নির্মাতা। এছাড়া নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার শাহী, ইমরান হাসু, স্বর্ণা মনি, সজীব, রাকিব প্রমুখ।


জহুরুল ইসলাম জনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি গতানুগতিক গল্প থেকে বেরিয়ে এসে কিছু নতুন সৃষ্টি করতে। এটি কোনো সাধারণ নাটক নয়, বরং একটি আবেগময় এবং হৃদয়স্পর্শী গল্প, যা দর্শকদের মনের গভীরে পৌঁছাবে। এই ভালোবাসা দিবসে দর্শকদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে এটি।’

শাহরিয়ার শাকির/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর