ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরকোন্ডার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এই গুঞ্জন নিয়ে কখনোই সরাসরি কিছু বলেননি তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের কথা স্বীকার করে রাশ্মিকা জানান যে তিনি একটি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
রাশ্মিকা বলেন, সম্পর্কের বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত জীবনের অংশ। আমি আমার ব্যক্তিগত জীবনকে খুবই সম্মান করি এবং এটি রক্ষা করতে চাই।
একজন পুরুষের মধ্যে কী কী গুণাবলি তিনি পছন্দ করেন তা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হই যারা সবসময় হাসিখুশি। যারা তাদের আশেপাশের মানুষদের প্রতি সম্মান দেখায়।
এদিকে, বিজয় দেবেরকোন্ডাও এক সাক্ষাৎকারে ভালোবাসা নিয়ে তার মতামত শেয়ার করেছিলেন । অভিনেতা বলেন, ভালোবাসার অনুভূতি কেমন আমি জানি। তবে আমার কাছে ভালোবাসা নিঃস্বার্থ না। বরং ভালোবাসা অনেক বেশি প্রত্যাশা নিয়ে আসে।
২০২৩ সালের জানুয়ারিতে মালদ্বীপে ছুটি কাটানোর পর থেকেই আলোচনায় জনপ্রিয় এ জুটি। সম্প্রতি বিজয়ের পরিবারের সঙ্গে পুষ্পা-২ সিনেমাও দেখেছেন রাশ্মিকা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং পারিবারিক ঘনিষ্ঠতা তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরদার করছে।