Logo

বিনোদন

‘মুসলিম’ হওয়ায় মুম্বাইয়ে বাড়ি কিনতে পারেননি সাইফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫

‘মুসলিম’ হওয়ায় মুম্বাইয়ে বাড়ি কিনতে পারেননি সাইফ

‘মুসলিম’ হওয়ায় পছন্দের শহরে বাড়ি কিনতে পারেননি বলিউড তারকা সাইফ আলি খান। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আনন্দবাজার পত্রিকা পুরনো একটি ভিডিওর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। ওই ভিডিওতে সাইফ বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমায় কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ; মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।’

ধর্ম নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন। বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমায় কেউ বাড়ি দেবে না।’

সে দিন যথেষ্ট অপমান বোধ করেছিলেন সাইফ। নবাবপুত্র এই ধরনের আচরণের সম্মুখীন হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি বলেও জানান শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদির বড় ছেলে।

সাইফ আলি খান দু’টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অমৃতা সিং এবং বর্তমান স্ত্রী কারিনা কাপুর। দুজনের কারোরই ধর্ম ইসলাম নয়। এ নিয়ে ভারতের মুসলিমদের কাছে বেশ সমালোচিত তিনি। তার বাবাও বিয়ে করেছিলেন শার্মিলা ঠাকুরকে। তিনিও ছিলেন ভিন্ন ধর্মের। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর