ভক্তদের মন শান্ত করতে কী পরামর্শ দিলেন সামান্থা?
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
![ভক্তদের মন শান্ত করতে কী পরামর্শ দিলেন সামান্থা?](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/29/Bangladesher-Khabor-FAT-(47)-6799f499cb5c2.jpg)
ছবি: সংগৃহীত
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনের গত কয়েক বছর ছিল ভীষণ টালমাটাল। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তৃতীয় ব্যক্তির আগমন এবং তার পরই সামান্থার শরীর ভেঙে পড়া— সব মিলিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাকে।
বিবাহবিচ্ছেদের পর শুধু মানসিক দিক নয়, সামান্থা ভুগছেন মায়োসাইটিস নামক জটিল স্নায়ুর রোগে। নিজের অসুস্থতার কথা কখনও গোপন করেননি অভিনেত্রী। বরং ধীরে ধীরে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছেন।
সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিটাডেল: হানি বানি’ মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। যেখানে সামান্থার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।
যদিও ছবিটি বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি, তবুও সামান্থা পেছন ফিরে তাকানোর পক্ষে নন। তিনি বিশ্বাস করেন, এগিয়ে যেতে হবে এবং নিজের ভেতরে শান্তি খুঁজে পেতে হবে।
সম্প্রতি নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন সামান্থা। যেখানে তিনি জানিয়েছেন, ধ্যান তার জীবনে কীভাবে শান্তি নিয়ে এসেছে। সামান্থার মতে, ধ্যানের মাধ্যমে নিজের অস্থির মনকে থামিয়ে, গভীর এক শান্তির অনুভূতি পাওয়া সম্ভব।
সামান্থা বিশ্বাস করেন, বাইরের জগৎ যতই অস্থির হোক না কেন, নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া খুব জরুরি। তার মতে, ‘পৃথিবী যতই অশান্ত হোক, আমাদের ভেতরে সব সময় এক শান্ত বিন্দু থাকে, যা আমাদের অপেক্ষা করে। যখনই আমরা সেই পথ খুঁজে পাবো, বাইরের সব অস্থিরতা স্তিমিত হয়ে যাবে।’
এই বিশেষ ধ্যান পদ্ধতির কথা সকলকে অনুসরণ করার পরামর্শও দিয়েছেন সামান্থা। তিনি জানান, যে কোনও সময় , যে কোনও জায়গায় শান্তি খুঁজে পাওয়া সম্ভব। শুধু গভীর শ্বাস নিয়ে মনের ভেতরে স্থিরতা আনা দরকার। এই অভ্যাসই তাকে জীবনের কঠিন সময়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করেছে বলে জানান তিনি।
২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। কিন্তু চার বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। নাগার জীবনে শোভিতা ধুলিপালার প্রবেশ নিয়ে অনেক জল্পনা চললেও, এ নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি। অবশেষে ২০২৪ সালের নভেম্বরে বিয়ে করেন নাগা ও শোভিতা।
এফএটি