‘প্লিজ ছেড়ে দেন আমাকে, আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৯
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও নিজেকে নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তিনি তার কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অবিরত আলোচনা এবং বিতর্কের প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে ভক্তদের কাছে ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো ধরনের আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন।
স্ট্যাটাসে পরীমণি লিখেন, ‘প্লিজ এবার আমাকে ছেড়ে দেন, আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।’ ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করল আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।’
‘আপনি কর্মজীবনে কী এমন কাজ করেছেন, যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? কেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা?’ এ ধরনের প্রশ্নের মাধ্যমে তিনি গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে তার জীবনের কিছুটা নিরবতা চেয়েছেন।
এছাড়া তিনি আগের সময়ের নায়িকাদের তুলনা করে প্রশ্ন করেন, ‘শাবানা, ববিতা, কবরী, রজিনাদের সময়ে কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা হতো?’
স্ট্যাটাসে তিনি আরও বলেছেন, ‘বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরী আমার সুস্থ জীবনযাপনের। কারণ, আমার বাচ্চাদের আমি একটা সুন্দর-সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের কমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই।’
পাশাপাশি অভিনেত্রী তার কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন, যা গত তিন-চার মাস ধরে তিনি কাটাচ্ছেন। তবে, তিনি তার জীবনের অন্ধকার দিক নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করেননি। ‘আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ’—এমনটাই লিখেছেন তিনি।
সবশেষ, পরী তার ভক্তদের কাছে প্রার্থনা করেছেন, ‘হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম কর। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।’
ডিআর/এটিআর