Logo

বিনোদন

নিলয়ের কড়া বার্তা : শুটিং সেটে কোনো ভিডিও নয়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪

নিলয়ের কড়া বার্তা : শুটিং সেটে কোনো ভিডিও নয়

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তার অনবদ্য অভিনয় দক্ষতায় বহু আগেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। টিভি নাটক থেকে বড়পর্দা, সবখানেই কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দাতেই নিয়মিত তিনি।

দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে তার বেশিরভাগ নাটকই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সমালোচনা থেকে সাধারণত দূরে থাকা এই অভিনেতা এবার তার ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে এসেছেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিলয় তার ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নিলয়। যেখানে তিনি শুটিং সেটে বা মেকআপ রুমে রিলস, শর্টস বা কোনো ধরনের বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ভিডিও তৈরি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন। 

নিলয় আরও বলেন, ‘আমার সব সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ‍্যাফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক্যামেরা টিম, চ্যানেল কর্তৃপক্ষ এবং শ্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে―এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে কোনো ধরনের ভিডিও করবেন না।’ 

নিলয়ের এই নির্দেশনা তার ক্যারিয়ারের প্রতি দায়িত্বশীলতারই প্রমাণ দেয়। ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন নিলয়।

‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক তার। ২০১৪ সালে সবশেষ তাকে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় বড়পর্দায় দেখা গিয়েছিল। এরপর থেকে ছোটপর্দাতেই মনোনিবেশ করে যাচ্ছেন এই অভিনেতা।  

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর