![ভারত মাতালেন এড শিরান](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/31/Bangladesher-Khabor-FAT-(64)-679c75a217e03.jpg)
ছবি: সংগৃহীত
এক অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে পুনেতে নিজের ভারতীয় সফরের যাত্রা শুরু করলেন ব্রিটিশ সংগীত তারকা এড শিরান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুনেতে আয়োজিত এই কনসার্ট ছিল তার ৬-শহরের ‘ম্যাথমেটিক্স’ সফরের প্রথম আয়োজন।
মঞ্চে উঠেই এক বিশেষ টি-শার্ট পরে সবাইকে চমকে দেন এ গায়ক। যেখানে লেখা ছিল ‘পুনে’ শহরের প্রতি সম্মান জানিয়ে। তার এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।
কনসার্টে সঙ্গীত পরিবেশন করতে করতে এক মুহূর্ত থেমে ভারতের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এড শিরান। তিনি বলেন, এর আগেও তিনি দু’বার ভারতে এসেছেন এবং দু’বারই মুম্বাইতে পারফর্ম করেছেন।
তবে এবার অন্যান্য শহরে তার সঙ্গীত পৌঁছে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এড আরও জানান, প্রতিবারই ভারতের মতো সুন্দর দেশে নিজে একজন পর্যটকের বলে মনে হয়। এখানকার মানুষের জন্য পারফর্ম করার সুযোগ পাওয়া তার কাছে সবসময়ই বিশেষ কিছু।
পুনের পর হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, এবং দিল্লি-এনসিআর-এ তার গান পরিবেশন করবেন ব্রিটিশ এ গায়ক।
এফএটি