ছবি: সংগৃহীত
সিরিজপ্রেমীদের জন্য নতুন এ বছর যেন আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে। কেননা ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় রয়েছে অসংখ্য জনপ্রিয় সিরিজ। তবে তালিকার প্রথমদিকেই রয়েছে স্কুইড গেম ৩।
লস অ্যাঞ্জেলেসে আয়োজিত নেক্সট অন নেটফ্লিক্স অনুষ্ঠানে আসন্ন জনপ্রিয় সিরিজের নতুন সিজন ও একাধিক নতুন শো এর ঘোষণা দিয়েছে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারে ‘স্কুইড গেম’, ‘স্ট্রেঞ্জার থিংস’ এবং ‘জিনি অ্যান্ড জর্জিয়া’ সহ বেশ কিছু বড় শো এই বছরই ফিরে আসছে। এছাড়াও, নতুন সিরিজ যেমন ‘কোর্ট অফ গোল্ড’, ‘সারভাইভিং ব্ল্যাক হক ডাউন’ এবং ‘দ্য রেসিডেন্স’ নিয়েও দর্শকদের বেশ উচ্ছাস রয়েছে।
চলুন এক নজরে জেনে নেই এই বছরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর তালিকা কোন সিরিজ রয়েছে :
স্কুইড গেম সিজন ৩
ধারণা করা যাচ্ছে স্কুইড গেমের তৃতীয় সিজনটি আগের সব সিজনের রেকর্ড ভাঙতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত স্কুইড গেম ৩ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ২৭ জুন। ভক্তরা নাকি ইতোমধ্যেই ক্যালেন্ডারে তারিখও চিহ্নিত করে ফেলেছে!
ওয়েডনেজডে সিজন ২
নতুন রহস্য ও ভৌতিক হাসির এই সিরিজের জন্য দর্শকদের প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন এর নির্মাতা। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে জানা গেছে সিরিজের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষের দিকে আসতে চলেছে জনপ্রিয় এ সিরিজটি।
স্ট্রেঞ্জার থিংস সিজন ৫
ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়া স্ট্রেঞ্জার থিংস সিজন ৫ এর চূড়ান্ত সিজন এই বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজের সহ-নির্মাতা রস ডাফার প্রতিশ্রুতি দিয়েছেন, সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সিজন হতে যাচ্ছে এটি।
জিনি এবং জর্জিয়া সিজন ৩
মা-মেয়ের অসাধারণ সম্পর্কের গল্প নিয়ে আবারও ফিরছে চিরচেনা এই শো। আগামী ৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে জিনি এবং জর্জিয়া সিজন ৩। তাই মিস না করার জন্য প্রস্তুত থাকুন।
এমিলি ইন প্যারিস সিজন ৫
রোমান্টিক অ্যাডভেঞ্চারের নতুন গল্প নিয়ে এইবার রোমে যাচ্ছেন এমিলি ! ভক্তরা আশা করছেন নতুন এই সিরিজে আরও চমকপ্রদ মুহূর্ত ও মজার ঘটনা ঘটতে চলেছে।
সবশেষে বলা যায়, ওপরের পাঁচটি সিরিজই নয় বরং ৫০ টির বেশি সিরিজ নিয়ে চলতি বছরে নিজেদের আয়োজন সাজিয়েছে নেটফ্লিক্স। বলাই বাহুল্য জনপ্রিয় সব সিরিজ নিয়ে ভরপুর বিনোদনে ডুবে থাকতে চলেছেন সিরিজপ্রেমী অসংখ্য দর্শক।
এফএটি