Logo

বিনোদন

এখন কেমন আছেন সাবিনা ইয়াসমিন?

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫

এখন কেমন আছেন সাবিনা ইয়াসমিন?

ছবি: সংগৃহীত

এখন কেমন আছেন সাবিনা ইয়াসমিন? অনুরাগীদের মনে এখন কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে অসংখ্য ভক্ত অনুরাগীদের প্রার্থনায় এখন সুস্থ আছেন দেশের এই কিংবদন্তি সংগীতশিল্পী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। 

দীর্ঘ এক বছরের বিরতির পর শুক্রবার (৩১ জানুয়ারি) মঞ্চে ফিরে আসেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গান।

অনুষ্ঠানটি আয়োজন করেছিল এইচএসবিসি বাংলাদেশ। তবে মঞ্চে গাইবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা, যার ফলে অনুষ্ঠান থামিয়ে তাকে দ্রুত গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ গণমাধ্যমে জানান, সাবিনা ইয়াসমিনের আগে থেকে ভার্টিগো সমস্যা ছিল, যা মঞ্চে হঠাৎ করে বেড়ে যায়। তিনি মাইক্রোফোন স্ট্যান্ড ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করলেও পড়ে যান। তবে দ্রুত চিকিৎসা নিয়ে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরেছেন তিনি। এখন পুরোপুরি সুস্থ আছেন দেশের এই বরেণ্য সংগীতশিল্পী ।

শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন এমনটা কথা থাকলেও আয়োজকরা তাকে বিশ্রাম নিতেই অনুরোধ জানিয়েছেন।

পরবর্তীতে আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি বিশেষ পরিবেশনায় অংশ নেওয়ার কথা রয়েছে এই বরেণ্য শিল্পীর।

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর