Logo

বিনোদন

ভালোবাসা দিবসে জলে তারা জ্বালাবেন মিথিলা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

ভালোবাসা দিবসে জলে তারা জ্বালাবেন মিথিলা

ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পেতে চলেছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। দীর্ঘ অপেক্ষার পর, এ বছরের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি।  

সামজিক মাধ্যমে এ সুখবর নিজেই শেয়ার করেন মিথিলা। তিনি জানান, ‘আমাদের সিনেমা, অরুণ চৌধুরী পরিচালিত ছবি ‘জলে জ্বলে তারা’। আসছে ভালোবাসা দিবসে আপনার কাছের প্রেক্ষাগৃহে।’

উল্লেখ্য, ২০২১ সালে সিনেমার শুটিং শুরু হলেও তিন মাসের মাথায় করোনা মহামারি এবং আর্থিক সংকটের কারণে এর কাজ স্থগিত হয়ে যায়। অবশেষে চার বছর পর এ ভালোবাসা দিবসেই সিনেমাটি মুক্তি পাচ্ছে। 

‘জলে জ্বলে তারা’ একটি রোমান্টিক ঘরানার সিনেমা। যেখানে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। এক সময়ের নাটকের জনপ্রিয় জুটি এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার বড় পর্দায় প্রথম কাজ এটি।


সেই সাথে এটি নাঈমের প্রথম প্রধান চরিত্রে অভিনীত সিনেমা। যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম এবং নূর ইমরান মিঠু প্রমুখ। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর