Logo

বিনোদন

ভারতীয় সিনেমায় মুজিব হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে বিতর্ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

ভারতীয় সিনেমায় মুজিব হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে বিতর্ক

নানা বিতর্কের পর ভারতে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’। তবে মুক্তির পরেও নতুন বিতর্ক সৃষ্টি করেছে সিনেমাটি। 

সিনেমায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে উপস্থাপন করা  হয়েছে তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।  

‘ইমার্জেন্সি’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড যেভাবে দেখানো হয়েছে, তা বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সিনেমাটিতে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে। এতে দেখানো হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিজ বাড়িতে হামলা হলে দৌড়ে পালিয়ে ঘরে ঢুকে খিল দেওয়ার সময় এলোপাতাড়ি গুলিতে নিহত হন শেখ মুজিবুর রহমান। তবে প্রকৃত ইতিহাসের সঙ্গে সিনোমার দৃশ্যের কোনো মিল নেই।

সিনেমার এ দৃশ্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর থেকেই নানা কটাক্ষের শিকার হন সিনেমাটির অভিনেত্রী ও পরিচালক কঙ্গনা রানাওয়াত। ভারতীয় সিনেমায় বঙ্গবন্ধু হত্যার ইতিহাসকে বিকৃতভাবে দেখানোর প্রতিবাদ করা উচিত বলেও মন্তব্য করছেন কেউ কেউ। 

এছাড়াও আরও একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করা ঋষি কৌশিকের মুখে শোনা যায় ইন্দিরা গান্ধী ও ভারতের প্রতি আনুগত্যমাখা সংলাপ। 

সংলাপটি ছিল এ রকম, ‘ভারতমাতা আমাদের জন্মভূমি বাংলার জন্ম দিয়েছে। আমি শপথ নিচ্ছি, যত দিন এ দেশে ব্রহ্মপুত্রে পানি বয়ে যাবে, যত দিন আমরা বাংলা বলব, তত দিন ভারতের আনুগত্য স্বীকার করব। তোমরা ইন্দিরা গান্ধীর এমন জয়ধ্বনি করো, যেন দিল্লি পর্যন্ত শোনা যায়। তবে, ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় স্বীকৃত হলেও সিনেমায় ব্যবহৃত সংলাপের কোনো সত্যতা ইতিহাসে নেই। এটা স্পষ্টতই ইতিহাসের বিকৃতি বলে মনে করেন ইতিহাস বিশ্লেষকগণ। 

‘ইমার্জেন্সি’ সিনেমার এই দৃশ্য দুটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে অসম্মান ও অবমাননা করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। যদিও মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল সিনেমাটি। 

উল্লেখ্য, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি ছিল দেশটিতে। সেই প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর