-679e26f47512b.jpg)
ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার সকালে ফের তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন তিনি।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিক তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাসেবা শেষে ছেড়ে দেওয়া হয়।
পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ধানমন্ডি পপুলার হাসপাতালে সাবিনা ইয়াসমিন চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার চিকিৎসকরা ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন।
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। মঞ্চে গান গাইতে গাইতে ভার্টিগোর সমস্যায় পড়েন। মাইক্রোফোন স্ট্যান্ড হাত ধরে রাখতে পারছিলেন না। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ডিআর/এমজে