Logo

বিনোদন

সুন্দর আয়োজন নোংরা করতেছেন, থু আপনাদের মুখে : পরীমণি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬

সুন্দর আয়োজন নোংরা করতেছেন, থু আপনাদের মুখে : পরীমণি

ছবি : সংগৃহীত

২৪-এর গণআন্দোলনকে হৃদয়ে ধারণ করে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় এবার রয়েছে জুলাই চত্বর। রোববার (২ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে দেখা গেছে, সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানে বেশ কিছু প্রতীকী ছবি দিয়ে ফেসটুন বানানো হয়েছে।

এবারের মেলায় নতুন যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল। তাদের তরফেই স্টলের পাশে বসানো হয়েছে একটি ডাস্টবিন। সেই ডাস্টবিনে গায়ে সাঁটানো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মুখের ছবি। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভ’র ছবি।

সরেজমিনে দেখা যায়, সেই ডাস্টবিনকে ঘিরে রয়েছে দর্শনার্থীদের উৎসব। কেউ সেলফি তুলছেন, কেউ ময়লা টিস্যু ফেলছেন, কেউ উচ্ছিষ্ট বোতল ফেলছেন, কেউ আবার ডাস্টবিনকে নিয়ে ব্যাঙ্গ করছেন। 

এসব দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হলে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম হয়। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পর‌ীমণিও।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

পরী লিখেন, ‘বই মেলার মতন এতো সুন্দর আয়োজন নোংরা করতেছেন, আপনারা কারা আসলে?’ 

ধিক্কার জানিয়ে তিনি আরও লিখেন, ‘আপনারাই এই দেশের গু-গোবর,ময়লা-আবর্জনা। থু আপনাদের মুখে।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর