Logo

বিনোদন

‘বেড সিনে’ অভিনয়ের প্রস্তাব, যা বললেন বাপ্পারাজ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

‘বেড সিনে’ অভিনয়ের প্রস্তাব, যা বললেন বাপ্পারাজ

ছবি: সংগৃহীত

একসময় ব্যর্থ প্রেম ও ট্র্যাজেডি নির্ভর চলচ্চিত্র দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। সম্প্রতি তার অভিনীত সিনেমার একটি সংলাপ দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।

অভিনেতার বিখ্যাত সংলাপ, ‘চাচা হেনা কোথায়’, হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই সেটিকে ঘিরে চলছে নেটিজেনদের হাস্যরস, আলোচনা-সমালোচনা।

লম্বা সময় ক্যামেরার বাইরে থাকার আক্ষেপ এ অভিনেতার। বেশ কয়েকবার অভিনয়ের প্রস্তাব পেলেও ভালো গল্পের অভাবে রাজি হননি তিনি। এমনকি একবার এক সিনেমায় বেড সিন করার প্রস্তাবও নাকি পেয়েছেন বাপ্পারাজ।

এ বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে একটি ছবির প্রস্তাব পেয়েছি, তবে সেটি ছিল একটি  বেডসিন যুক্ত চরিত্র। আমার বয়সে এ ধরনের চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। আমার অতীতের কাজ দেখে বোঝা যায়, আমি কখনও এমন কিছু করিনি।

ওটিটিতেও কিছু অ্যাডাল্ট কন্টেন্টের প্রস্তাব পেয়েছি, কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছি। ক্যামেরার বাইরে থাকা সত্যিই কষ্টের, সারাক্ষণ ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শোনার জন্য মন আকুল হয়ে থাকে। তবে এমন কোনো কাজ করতে চাই না, যা সমাজের ক্ষতি করবে।’

আনন্দের খবর হলো দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বাপ্পারাজ। তবে বিরহ ভেঙে এবার ভিন্ন এক রূপে পর্দায় হাজির হচ্ছেন একসময়ের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, একটি ওয়েব সিরিজে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ খবরে বেশ উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। এতদিন বাংলার দেবদাস হিসেবে পরিচিত বাপ্পারাজকে এবার অস্ত্র হাতে দেখার অপেক্ষায় রয়েছেন তারা। 

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর