Logo

বিনোদন

হেনা তো সত্যিই আমার কাছে : নাঈম

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

হেনা তো সত্যিই আমার কাছে : নাঈম

ছবি: সংগৃহীত

পুরোনো সিনেমার দৃশ্য ভাইরাল হওয়া নতুন কিছু নয়, তবে সম্প্রতি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’র একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজের অভিনীত বকুল চরিত্রের বিখ্যাত সংলাপ, ‘চাচা, হেনা কোথায়?’ নিয়ে বর্তমানে বিভিন্ন মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সংলাপের সঙ্গে জড়িয়ে আছে শাবনাজের চরিত্র ‘হেনা’, যার খোঁজ এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে।

  

নেটিজেনদের মধ্যে এই ভাইরাল সংলাপকে কেন্দ্র করে মজার মন্তব্যও শুরু হয়েছে। কেউ একজন মজা করে একটি ফটোকার্ড শেয়ার করেছেন, যাতে লেখা ছিল,‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।’

আর এই কার্ড নজরে আসে শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈমের। গণমাধ্যমে এ বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন তিনি। 

নাঈম হাস্যরস করে বলেন,  ‘হেনা তো সত্যিই আমার কাছে। সিনেমাটি যখন হয়েছে, তার আগেই শাবনাজ ও আমার বিয়ে হয়েছে। অর্থাৎ, হেনা আমার হয়ে গেছে।  

নাঈম আরও বলেন, ‘হঠাৎ করেই পুরোনো সিনেমার এই ক্লিপ ভাইরাল হয়েছে। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই সংলাপ, গান সবকিছু মানুষ উপভোগ করছে, সেটি ফেসবুকের বিভিন্ন মন্তব্য থেকে বুঝতে পারছি। এত বছর পরও আমাদের কাজ যে এতটা ভালোবাসা পাচ্ছে, এটা একজন শিল্পীর জন্য বড় অর্জন।’ 

প্রসঙ্গত, ১৯৯৪ সালে প্রেমের পরিণতি হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাবনাজ এবং নাঈম। ৩১ বছরের দাম্পত্য জীবনে তারা দুই কন্যাসন্তানের জনক-জননী।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর