![বিচ্ছেদের পথে জাস্টিন-হেইলি](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/05/Bangladesher-Khabor-FAT-(97)-67a3450d5c122.jpg)
ছবি: সংগৃহীত
পপ তারকা জাস্টিন বিবারের জীবন যেন গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যেখানে কঙ্কালসার চেহারা, ভেঙে যাওয়া গাল, আর শূন্য চোখের দৃষ্টিতে দেখা যায় জনপ্রিয় এ তারকাকে। ভক্তদের কাছে স্পষ্ট যে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি।
বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যমগুলো। জানা গেছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার।
সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে।
হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।
গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন তিনি।
বিবার-হেইলির সম্পর্কের সংকটের খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, বিবার ও হেইলি এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এফএটি