ছবি: সংগৃহীত
ভালোবাসার বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো নিয়ে ফের এক হয়েছেন ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী।
সম্প্রতি জনপ্রিয় এ নাটকের একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, এবারের ভ্যালেন্টাইনে আসছে বেস্ট ফ্রেন্ড ২.০। শেয়ার করা ছবিতে জোভান ও মেহজাবীনকে সেই চিরচেনা লুকেই দেখা গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এই ত্রয়ীকে এক করার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই প্রচুর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শকেরা। এবারে পোস্টারে মেহজাবীন ও জোভানকে দেখে যেন স্মৃতিচারণায় ফিরে যাচ্ছেন তারা।
প্রথম ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি ২০১৮ সালে ভালোবাসা দিবসে প্রচারিত হয়। সেসময় তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি। বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়।
ইতোমধ্যেই নতুন পর্বে কী ঘটতে চলেছে তা নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা, তবে এবার অপেক্ষার পালা।
এফএটি